তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) সকাল অনুমান সাড়ে ৭ টায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাগলিডাঙ্গীহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অতুল বর্মন (৫৫)। পেশায় পাথর শ্রমিক। সে ঠাকুরগাঁও জেলার ভূল্লি থানার লাউখুতি গ্রামের শহিনী বর্মনের ছেলে। কয়েক মাস বাড়ি ভাড়া নিয়ে পাথর সাইটে শ্রমিকের কাজ করত।
এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর মালবাহী ট্রাকটি ভারতে চলে গেছে এবং ইজিবাইকও পালিয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) এ খবর লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।